ধ্যান- জুন- ০৭
“ক্ষমা করতে চাইলে প্রার্থনা করতে হবে”
এমন কেউ কি আছে যাকে ক্ষমা করতে গিয়ে আপনি প্রার্থনাও করতে পারছেন না?
যাকে আমি ঘৃণা করি তার চিন্তা করলেই মেজাজ খারাপ তো হয়ই সাথে সাথে হৃদয়ও কেঁপে উঠে। শত্রুকে ভালবাসতে হবে তা কিন্তু আমরা জানি না তা নয় কিন্তু শত্রুকে ভালবাসাটা কার্যেপ্রকাশ করা অসম্ভব বিধায় আমরা ভালবাসি না। তাই যীশু আমাদেরকে সুন্দর একটি পথ শিক্ষা দিয়েছেন। তাহল “প্রার্থনা”।
“ক্ষমা করতে না পারা মানুষটির কাছে এখনই গিয়ে তার সাথে মিলন করা” আমাদের জন্য খুবই কঠিন কাজ। কিন্তু “কাজ করার পূর্বে প্রার্থনা করা” যা আমরা সহজেই করতে পারি। একা ঈশ্বরের কাছে প্রার্থনা করলে, ক্ষমা করতে না পারা শত্রুও আমার প্রতিবেশী হতে পারে। আর এটাই হচ্ছে প্রার্থনার ক্ষমতা।
নিম্নরূপ প্রার্থনা করতে পারেন
ঈশ্বর, আমি ——–কে ক্ষমা করতে পারছি না। আমি তার দ্বারা যে ক্ষতিগ্রস্থ হয়েছি তা চিন্তা করলে, আমি সহ্য করতে পারি না। কিন্তু তুমি আমাকে ক্ষমা করতে বলেছ, তার অবাধ্য হতে চাই না। প্রভু, ক্ষমা করার শক্তি ও ক্ষমতা আমাকে দাও।
“তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণচিত্ত হও, পরস্পর ক্ষমা কর, যেমন ঈশ্বরও খ্রীষ্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন”(ইফিষীয় ৪:৩২)।
রেভাঃ হা ইয়োং জো’র লিখিত “আনন্দময় সকাল” থেকে
অনুবাদঃ রেভাঃ জেরাল্ড রিপন দাস